AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দূর্ঘটনা প্রতিরোধে নওগাঁয় বিআরটিএ’র অভিযান


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৪:৪৯ পিএম, ৫ এপ্রিল, ২০২৫
দূর্ঘটনা প্রতিরোধে নওগাঁয় বিআরটিএ’র অভিযান

অনিয়ন্ত্রিত ভাবে মোটর সাইকেল চালাতে গিয়ে ঘটছে দূর্ঘটনা। এতে প্রাণহানীর মতো ঘটনা ঘটছে। নেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন। এমনকি চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। নিরাপত্তার জন্য চালকের মাথায়ও নেই হেলমেট। এতে প্রতিনিয়ত দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন ও ওভারস্প্রিডে মোটরসাইকেল না চালানো এবং জনসাধারণকে সচেতন করতে নওগাঁয় ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দী মোড় ও শহরের ঢাকা বাসস্ট্যান্ডে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁ সার্কেল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয় বলেন- মোটরসাইকেলের ড্রাইভিং ও হেলমেট না থাকায় চারটি মোটরসাইকেলে মোট ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া তাদের সর্তক করা হয়েছে। এছাড়া এক বাস যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেয়ার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বাসস্ট্যান্ডে শাহ ফতেহ আলী বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। তবে ভাড়া বেশি নেয়ার সত্যতা পাওয়া যায়নি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম বলেন- সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষকে সচেতন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ওভারস্প্রিডের কারণে দূর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলের কোন কাগজপত্র নেই এবং হেলমেটবিহীন হওয়ায় দূর্ঘটনার পরিমাণ বাড়ছে। দূর্ঘটনা প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে।

এসময় নওগাঁ বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম ও সহকারী মোটরযান পরিদর্শক নুর ইসলামসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!