AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


ভাঙ্গায় লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত লোকাল বাস প্রচেষ্টা, ইলিশ, স্বাধীন ও বসুমতি পরিবহনে যাত্রীদের নিকট থেকে দ্বিগুণ হারে ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 


ঈদের কয়েকদিন আগে থেকেই একটি অসাধু চক্র সিন্ডিকেট করে  প্রতি যাত্রী থেকে ২৫০ টাকার ভাড়া ৪০০, ৫০০ ও ৬০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 
পরে প্রশাসনের হস্তক্ষেপে শনিবার (৫ এপ্রিল) দুপুরে একটি বাসের মালিক যাত্রীদের টাকা ফেরত দিয়েছেন।

 
এ বিষয়ে ভাঙ্গা থেকে গুলিস্তান গামী ফারুক হোসেন নামের এক যাত্রী জানান, আমার কাছ থেকে আড়াইশো টাকার ভাড়া ৫০০ টাকা নিয়েছে, পরে প্রশাসনের চাপে একশত টাকা ফেরত দিয়েছে।

 
তিনি জানান ভাঙ্গাতে এখনো আওয়ামী দোসরদের ছত্রছায়ায় সিন্ডিকেট ব্যবসা চলছে। তাহলে দেশ স্বাধীন হলো কিভাবে?

 
এঘটনায় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেছে পরে টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, এরপরেও যদি অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায় তাহলে বাস মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!