কর্মস্থলে ফিরতে শুরু করেছে মুকসুদপুরবাসী।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের চাপ। মুকসুদপুরের টেকেরহাট ব্রিজ, বরইতলা, বিশ্বরোড কলেজ মোড়সহ প্রায় সব বাসস্টান্ডে যাত্রীর চাপ লক্ষ্য করা যায়।
এবছর স্বাধীনতা দিবস, শব-ই কদর, ঈদ ও সপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় সপ্তাহ খানেক ছুটি পায় নগরবাসী। ফলে অনেকেই স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়িরটানে নগর ছাড়ে সাধারণ মানুষ।
যাত্রীরা জানান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করা সৌভাগ্যের।
যাওয়ার সময় কষ্ট হলেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে বরাবরের মত ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের মুখে।
এদিকে, ঈদের ছুটি শেষে রোববার খুলছে সরকারি-বেসরকারি অফিস।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :