মুকসুদপুর বিশ্বরোড বাসস্ট্যান্ডে রবিবার (৬ এপ্রিল) সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিশ্বরোড কলেজ মোড় এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রীদের চাপ ছিল প্রবল।
এ বছর স্বাধীনতা দিবস, শব-ই কদর, ঈদ এবং সপ্তাহিক ছুটির কারণে প্রায় এক সপ্তাহের ছুটি পায় নগরবাসী। এই সুযোগে অনেকেই ঈদ করতে তাদের জন্মস্থান বা গ্রামের বাড়িতে ফিরে গেছেন।
যাত্রীরা জানান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করা সৌভাগ্যের বিষয়। যাত্রা শুরুর সময় কিছুটা কষ্ট হলেও তারা ফিরতে পেরে স্বস্তি অনুভব করছেন। তবে, ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের মাঝে।
এদিকে, ঈদের ছুটি শেষে আজ (৬ এপ্রিল) সরকারি ও বেসরকারি অফিসগুলো খুলেছে।
প্রসঙ্গত, শুক্রবার (৪ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড কলেজ মোড় বাসস্ট্যান্ডে মনিটরিং করতে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে মুকসুদপুর কলেজ মোড়ে "স্বাধীন এক্সপ্রেস" (ঢাকা মেট্রো ব-১৪-৯২-৭০) বাসকে ৮ হাজার টাকা এবং "হানিফ" ও "দিগন্ত" কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার এ ব্যবস্থা গ্রহণ করেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :