কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি” শীর্ষক সময়নিষ্ঠা-ভিত্তিক সামাজিক আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি, সাংবাদিক ও সাহিত্যিক, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার।
৫ এপ্রিল ২০২৫ শনিবার উদ্বোধনী সভায় বক্তৃতা শুরুতেই তিনি সময়নিষ্ঠা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের গুরুত্ব সম্পর্কে গুরুত্বারোপ করে বলেন,
“যদি আমরা সময়ের কাজ সময়েই করতে পারি, মোবাইল ও প্রযুক্তির ব্যবহার সঠিক সময়ে সীমাবদ্ধ রাখি, তাহলে জীবনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান– পড়াশোনা ও অন্যান্য কার্যাবলী নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার মাধ্যমে সময়কে সম্মান করা উচিত।
অনুষ্ঠানে আব্দুল হাই শিকদার শৈশবের স্মৃতিচারণ করে ভূরুঙ্গামারীর দুধকুমার, ফুলকুমার ও সালমারা নদীর কথা উল্লেখ করেন,
“এই নদীগুলো আমাদের এই অঞ্চলকে নদীমাতৃক ঐতিহ্যে সমৃদ্ধ করেছে। তেমনি সময়নিষ্ঠাও আমাদের জীবনকে গতিশীল করে তোলে।”
একইসঙ্গে তিনি রাজনৈতিক বিষয়ের ওপর কথা বলতে গিয়ে বলেন, “ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার ও ড. মুহাম্মদ ইউনুসকে সমর্থন করা এখন সময়ের দাবি। বিভাজনের রাজনীতি আমাদের পিছিয়ে দেবে; বিশ্বমানের একজন নেতার হাত ধরে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগোতে পারবে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :