AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানকে গণসংবর্ধনা


পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানকে গণসংবর্ধনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে পার্বতীপুরের বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার হামিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়।

ব্যারিস্টার একেএম কামরুজামানের গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম সরোয়ার। 

এসময় আরও বক্তব্য রাখেন- ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মানজুর রশিদ, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম-সচিব মমিনুল ইসলাম (ডাক্তার), রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন সাদো, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাতিদল, ছাত্রদলের নেতা-কর্মীরা।

বক্তারা আগামী দিনে দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী একেএম কামরুজ্জানকে শক্তিশালী করতে এবং এই আসন পুনরুদ্ধারের জন্য সকল সদস্যদের ঐক্যমত হতে আহ্বান জানান।

গণসংবর্ধনায় বক্তৃতাকালে ব্যারিস্টার একেএম কামরুজ্জামান সকলকে ভয়ভীতি উপেক্ষা করে একত্রে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!