সুনামগঞ্জ-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির এক বিশাল গণসংযোগ করেছেন। নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎকালে হাজারো জনতার ঢল নামার দৃশ্য দেখা গেছে।
শনিবার ৫ এপ্রিল সুনামগঞ্জ-১ আসনের সাবেক ৩ বারের এমপি ও সাবেক জেলা বিএনপির সভাপতি মরহুম নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির, মধ্যনগর উপজেলা ও ধর্মপাশা উপজেলার বিএনপির নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুরে, ধর্মপাশা উপজেলা সদর সহ তৃণমূলের সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এলাকার জনগণের পাশে থেকে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
এছাড়াও, মধ্যনগর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মিজানূর রহমান মিনুর নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে সালমা নজিরকে বাদশাগন্জ বাজারে গণসংযোগকালে স্বাগতিক সংবর্ধনা দেওয়া হয়। পরে, মধ্যনগর উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ বিশাল গাড়ি বহরে যোগ দেন, বিএনপির নেতা দুলামিঞা, মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ সুজন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিল আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেপুল মিয়া সহ কয়েক শত নেতাকর্মী।
পরিশেষে, মধ্যনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সালমা নজিরকে স্বাগতম জানিয়ে একটি মিছিল বের করেন। মিছিলে স্লোগান ছিল, "সালমা নজিরের ঘাঁটি মধ্যনগরের মাটি" এবং স্লোগানে স্লোগানে সারা বাজার প্রদক্ষিণ করেন। মিছিল শেষে, বিএনপির অস্থায়ী কার্যালয়ে জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, ২নং যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বিএনপির অন্যতম সদস্য কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :