“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”—জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার।
রবিবার (৬ এপ্রিল) সকালে মুকসুদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা।
সভাপতির বক্তব্যে ইউএনও তাসনিম আক্তার বলেন, “মুকসুদপুরের প্রাইমারি স্কুলের মেয়েরা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও মনোযোগী হতে হবে। সরকারিভাবে আমরা যতটা সম্ভব, তোমাদের পাশে থাকবো।”
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন ইউএনও তাসনিম আক্তার।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও স্থানীয় খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :