ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউতলী ব্রিজ এলাকা থেকে ৩৫৪ বোতল বিদেশি মদসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল। শনিবার (৫ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানের তথ্য রোববার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সদর থানাধীন কাউতলী ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি মদ পাচারের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকারসহ মোট ৩৫৪ বোতল মদ জব্দ এবং ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. শাওন (৩২), ভোলা
ওবায়দুল রহমান (৩১), ভোলা
মিরাজুল ইসলাম (৩৪), সুনামগঞ্জ
মো. সেলিম মিয়া (৩০), সুনামগঞ্জ
মো. শাহজাহান (২৬), সুনামগঞ্জ
মো. দ্বীন ইসলাম (৩০), সুনামগঞ্জ
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :