"আমি বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাসে আমি আমার স্ত্রী-সন্তানকে নিয়ে বাঁচতে চাই।" — এই করুণ আর্তি জানাচ্ছেন ফরিদপুরের সদরপুর উপজেলার এক অসহায় যুবক শামীম মাতুব্বর (৩৩)। খাদ্যনালীর ইনফেকশনে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
শামীম ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের হাবিবুর মাতুব্বরের ছেলে। পরিবারে স্ত্রী ও আট বছরের একটি সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ২০২০ সালে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন।
চিকিৎসার জন্য পিতার জমিজমা ও জমানো সব অর্থ খরচ করে আজ নিঃস্ব শামীমের পরিবার। খাদ্যনালীতে গুরুতর ইনফেকশনের কারণে তিনি নিয়মিত চিকিৎসার আওতায় থাকলেও আর্থিক সংকটের কারণে এখন চিকিৎসা ব্যাহত হচ্ছে।
বর্তমানে তার প্রতি মাসের চিকিৎসা ব্যয় প্রায় ১ লক্ষ টাকা। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যনালীর ইনফেকশন দূর করতে শামীমের জরুরি অপারেশন প্রয়োজন, যার খরচ প্রায় ১০ লক্ষ টাকা।
এই অবস্থায় শামীম সমাজের হৃদয়বান মানুষদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। সংবাদমাধ্যমে পাঠানো এক লিখিত আবেদনে তিনি জানান, "আমি জীবন নিয়ে ফিরতে চাই। আমার ছোট ছেলেটি এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেনি তার বাবার কী অসুখ। আমার স্ত্রী দিনরাত চোখের জল ফেলছে। আমি বাঁচতে চাই।"
সাহায্য পাঠানোর ঠিকানা:
নাম: মো. শামীম
সঞ্চয়ী হিসাব নং: ৭০১৭৩২৮৫৬৪১৩৮
রাউটিং নম্বর: ০৯০২৭০৬০৮
ব্যাংক: ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড (এজেন্ট ব্যাংকিং), বাবুরচর বাজার, সদরপুর, ফরিদপুর।
মোবাইল ব্যাংকিং:
বিকাশ (পার্সোনাল): ০১৭৩৪৮০৩১৩৫
নগদ (পার্সোনাল): ০১৭৩৪৮০৩১৩৫
আপনার সামান্য সহায়তাই শামীমের জীবনে বাঁচার আশার আলো জ্বালাতে পারে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :