AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত


চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত

চাঁদপুরে মেঘনা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সূর্যোদয় থেকে শহরের পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের সামনে নদের তীরে এই উৎসব শুরু হয়। দিনব্যাপী এই উৎসব চলে বিকাল ৩টা পর্যন্ত।

পাপমোচনের বাসনায় চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে। তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরতকী, ডাব ও আম্রপল্লব নিয়ে সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীরা স্নানে অংশ নেন।

ধর্মীয় এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, কমিউনিটি পুলিশ এবং স্নান উদযাপন পরিষদের স্থানীয় স্বেচ্ছাসেবক টিম নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন।

এদিন সকাল ১১ টার সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম চাঁদপুর মেঘনা পাড়ের স্নান উৎসব পরিদর্শন করেন। এ সময় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সাংগঠনিক সম্পাদক বলাই সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, আনন্দমুখর পরিবেশে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন, নৌ পুলিশ ফায়ার সার্ভিস কোস্টগার্ড ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!