AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে হারিনাতেলীতে জনতার ঢল


ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে হারিনাতেলীতে জনতার ঢল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের হারিনাতেলী উত্তর পাড়া গ্রামবাসীর উদ্যোগে ছাত্র-যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলার আয়োজন করেন। হাডুডু টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয়বারের মতো আয়োজন করা হয়।

গতকা বিকেলে পাইস্কা ইউনিয়নের হারিনাতেলী উত্তর পাড়া সালমা আলাউদ্দিন বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসানুজ্জামান সজিব উর্ধ্বতন হিসাব রক্ষক,বুরো বাংলাদেশ।

বিশেষ অতিথি: আক্তারুজ্জামান রাঙা শাখা ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, মোঃ জাহাঙ্গীর আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোঃ শাহীন সম্রাট কম্পিউটার সহকারী, ধুপাখালী উচ্চ বিদ্যালয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছাত্র-যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা বিপুল সংখ্যক মানুষ উপভোগ করে।  খেলায় বিবাহিত দল বনাম অবিবাহিত দল অংশ নেয়। এই দুই দলেই ছিল বিভিন্ন  জায়গার নামিদাম খেলোয়াড়। এতে বিবাহিত দল বিজয়ী হয়।

খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ীও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলা দেখতে আসা দর্শকরা বলেন- হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাটি যেন প্রতি বছর উদযাপিত হয়।

আয়োজক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমরা এবার দিয়ে তৃতীয়বারের মতো এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করেথাকি প্রতি ঈদেই। আমরা গ্রাম বাসীর উদ্যোগে এই আয়োজন করে থাকি তবে কোন পৃষ্ঠপোষকতা থাকলে এই আয়োজনকে আরো বড় করে করা যেত।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!