AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলা ডায়রিয়া রোগীর ভিড়, চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসক-নার্সরা


শরণখোলা ডায়রিয়া রোগীর ভিড়, চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসক-নার্সরা

বাগেরহাটের শরণখোলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়া আক্রান্ত রোগীতে উপচে পড়েছে। হাসপাতালের ওয়ার্ডে জায়গা না থাকায় অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।


রবিবার (৬ এপ্রিল) সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুটি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ড ডায়রিয়া রোগীতে ভর্তি। হাসপাতালের মেঝে পর্যন্ত রোগীতে ভরে গেছে।

রোগীর স্বজনরা জানান, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে তারা রোগীদের ভর্তি করেছেন, কিন্তু শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা চলছে।

সিনিয়র স্টাফ নার্স জোহরা বেগম জানান, রোগীর চাপ এত বেশি যে শয্যা দেওয়া সম্ভব নয়। চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আশফাক হোসেন জানান, আবহাওয়া পরিবর্তন ও গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। প্রতিদিন গড়ে ৪০-৫০ জন রোগী ভর্তি হচ্ছেন। তবে পর্যাপ্ত স্যালাইন থাকায় সঠিক চিকিৎসা দিয়ে প্রতিদিন ২০-৩০ জন রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!