বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিলান। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করলেও, প্রথম লেগে ২-১ গোলে জেতার সুবাদে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
বুধবার (১৬ এপ্রিল) রাতে মিলানের সান সিরো স্টেডিয়ামে দুই দলের লড়াই জমে উঠেছিল দ্বিতীয়ার্ধে। শুরুটা অবশ্য ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বায়ার্নের কয়েকটি ভালো প্রচেষ্টা এবং ইন্টারের রক্ষণ—দু’দলই সমানে-সমানে লড়েছে।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে হ্যারি কেইন দুর্দান্ত এক গোলে বায়ার্নকে এগিয়ে দেন। দুই লেগে তখন স্কোরলাইন সমতায় (২-২)। তবে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইন্টার।
প্রথমে লওতারো মার্তিনেস কর্নার থেকে গোল করে টানা পাঁচ ম্যাচে গোলের রেকর্ড গড়েন। এরপর বেঞ্জামিন পাভার্দ হেডে জাল খুঁজে পান, দুই লেগে ইন্টার এগিয়ে যায় ৪-২ গোলে।
বায়ার্ন যদিও ৭৬ মিনিটে ডায়ারের হেডে সমতা ফেরায় ম্যাচে (২-২), কিন্তু লেগের ব্যবধানে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা হয়নি তাদের।
অতিরিক্ত সময়ে বায়ার্ন একের পর এক আক্রমণ চালালেও, ইন্টার গোলরক্ষক ইয়ান সমার ছিলেন দুর্ভেদ্য দেয়াল। মুলার ও কোমানের শেষ মুহূর্তের প্রচেষ্টাও ব্যর্থ হলে সান সিরো স্টেডিয়ামে বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ইন্টার শিবির।
সেমিফাইনালে প্রতিপক্ষ বার্সেলোনা
সেমিফাইনালে ইন্টার মিলান মুখোমুখি হবে বার্সেলোনার। দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই জমে উঠবে নতুন করে—চ্যাম্পিয়নস লিগে আরও এক রোমাঞ্চের অপেক্ষা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :