AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগেরহাটে সর্বজনীন রাধা মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতাদের পরিদর্শন


বাগেরহাটে সর্বজনীন রাধা মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতাদের পরিদর্শন

দেশমাতৃকার ও বিশ্বজননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরে ২ এপ্রিল থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হরিনামের ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর ও আশপাশের এলাকা।

এই মহতী আয়োজনে পরিদর্শনে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কৃষিবিদ শামিমুর রহমান শামীম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন, এবং বিশিষ্ট শিল্পপতি শেখ নাহিদুজ্জামান রাজু।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন এবং প্রফেসর বাসুদেব পাল, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নামযজ্ঞ আয়োজক কমিটির সভাপতি সুহৃদ কুমার পাল এর সভাপতিত্বে আয়োজনে অংশ নেন:

  • কমিটির সাধারণ সম্পাদক সুদীপ কুমার পাল

  • খানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান করির হাওলাদার

  • সাবেক ইউপি সদস্য যন্তপদ পাল

  • ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান হাফিজুর রহমান

  • সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির

  • যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম লিঠু

এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই তিন দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মৈত্রীর বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের সর্বজনীন আয়োজন প্রশংসনীয় বলেই মনে করেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!