AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মেয়ে আটক, ছেলে পলাতক

মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা


মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা

মৌলভীবাজারের শ্যামেরকোনা গ্রামে এক মর্মান্তিক পিতৃহত্যার ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। গতকাল সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে জন্মদাতা বাবা মুসলিম মিয়াকে (৪৭) নির্মমভাবে হত্যা করেছে তারই ছেলে মুন্না মিয়া (২৩) ও মেয়ে মুন্নি আক্তার (২১)। 

ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে ঘটেছে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে। প্রাথমিকভাবে জানা যায়, সন্ধ্যায় পারিবারিক বিরোধের এক পর্যায়ে মুন্নি আক্তার ও মুন্না মিয়া তাদের বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় মুসলিম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চিকিৎসকদের কাছে তারা জানায়, মুসলিম মিয়া গাছ থেকে পড়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সিলেট যাওয়ার পথে তার মৃত্যু হয়। মুসলিম মিয়ার মৃতদেহ বাড়ি ফেরার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। 

এ সময় মুন্নি আক্তারকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে তার ছেলে মুন্না মিয়া এখনো পলাতক রয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে ও মেয়ে তাদের বাবাকে হত্যা করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!