সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। সোমবার (৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৬ এপ্রিল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস দল ধোপাকান্দি রিফা বেকারীর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মো. আবুল কালাম (২৮) এবং জয়নাল মিয়ার ছেলে মো. মমিন মিয়া (৩০)।
র্যাব আরও জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নানা জেলায় সরবরাহ করে আসছিল।
আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২’র কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :