গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে বরিশাল DWF নার্সিং কলেজ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে বরিশাল DWF নার্সিং কলেজ ব্যানারে শহরের ঢাকা- বরিশাল আঞ্চলিক মহাসড়ক পাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :