“ভোলায় জনম যার, শতমুখি গর্ব তার”—এই প্রত্যয়ে ভোলার নদীমাতৃক জনপদের গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাব আয়োজন করেছে ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা।
৬ এপ্রিল (রোববার) বিকেলে লালমোহনের ফুডপ্লেস চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এই হৃদ্যতাপূর্ণ মিলনমেলা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক মাতৃজগতের ডেপুটি ম্যানেজিং এডিটর প্রভাষক কবি রিপন শান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সভাটি।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন—
সহ-সভাপতি ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি কবি এম এ মান্নান
সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোচিত কণ্ঠের প্রতিনিধি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ
শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রভাষক মু. নুরুল্লাহ আরিফ
অর্থ সম্পাদক মিজান হাওলাদার
নির্বাহী সদস্য আখতার হোসেন শাকিল
সদস্যবৃন্দ: প্রভাষক মাহে আলম আখন, প্রভাষক মোঃ সিরাজ মাহমুদ, জাকির হোসেন জুয়েল প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি সমাজকর্মী হেলাল উদ্দিন নয়ন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোরশেদ, সদস্যবৃন্দ প্রভাষক হাবিবুর রহমান, মোঃ হাবিবুর রহমান (দৈনিক ভোলার কাগজ), অঞ্জন কুমার দে, তামীম ইসলামসহ ভোলা দক্ষিণ প্রেসক্লাবের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন— "আমরা শুধু সাংবাদিক নই, আমরা একটি মানবিক প্ল্যাটফর্ম।" প্রতিষ্ঠালগ্ন থেকেই গুণীজন সংবর্ধনা, শীতার্তদের কম্বল বিতরণ, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ভোলা দক্ষিণ প্রেসক্লাব।
তারা আরও বলেন, "আমরা কলম ও কণ্ঠের সদ্ব্যবহারে অবিচল। ভোলা দক্ষিণ প্রেসক্লাব কারো প্রতিদ্বন্দ্বী নয়, আমরা চাই একতা ও সৌহার্দ্য। ভোলা সদর বাদে দৌলতখান থেকে চরকুকরি পর্যন্ত আমরা সংগঠনের বেষ্টনীকে ছড়িয়ে দিয়েছি—জনকল্যাণে, বিশ্ববাঙালির মঙ্গলের উদ্দেশ্যে।"
সবশেষে সংগঠনের পক্ষ থেকে প্রত্যাশা জানানো হয়— “আমরা গালাগালি চাই না, চাই গলাগলি।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :