দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা গনতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন ব্যারিস্টার একেএম কামরুজামান।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ভাড়ুয়া ডাঙ্গা, কারেন্টের হাট ও বছিরবানিয়া বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
যুক্তরাজ্যের জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজামান উপজেলা বিএনপি`র নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন- ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম (মতি),পার্বতীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন (সাদো), পার্বতীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক মানজুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ন সদস্য সচিব মমিনুল ইসলাম (ডাক্তার) সহ পৌর ও উপজেলা বিএনপি`র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :