বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের উদ্যোগে ৬ এপ্রিল রবিবার রাতে বোয়ালখালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। সনাতনী সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে মহা নবমীতে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এসময় বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হয়ে পূজা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া, পশ্চিম গোমদন্ডী ও পশ্চিম শাকপুরা যুব সংঘের উদ্যোগে আয়োজিত সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা ও মিলন মেলা অনুষ্ঠানে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আলোচনা সভায় বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপন ধর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন—
উপজেলা সংসদের সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল
প্রধান অতিথি: একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী শ্রী বিপ্লব জলদাস, যিনি বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও সাংবাদিক
প্রধান বক্তা: শ্রী রানু মজুমদার, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক
বিশেষ অতিথি: শ্রী সঞ্জয় দেবনাথ, দপ্তর সম্পাদক, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ
বাগীশিক পৌরসভা সংসদের মহিলা সম্পাদিকা বাপ্পি শর্মা এবং কালিপদ দাস প্রমুখ।
প্রধান অতিথি শ্রী বিপ্লব জলদাস তার বক্তব্যে বলেন, "নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে পারলেই তারা বিপথে পরিচালিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। বর্তমান সময়ে মোবাইল আসক্তির কারণে প্রজন্ম বিপথে পরিচালিত হচ্ছে, তাই ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
শিক্ষক সত্যপ্রিয় শীল তার বক্তব্যে বলেন, "ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেহ ও মন পবিত্র হয় এবং সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। তাই যত বেশি ধর্মীয় আচার অনুষ্ঠান ও গীতাপাঠ করা হবে, ততই সকলের জন্য মঙ্গলকর হবে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :