দিনাজপুরের পার্বতীপুরে বেগম রোকেয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া খায়ের আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (৬ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বসিরবানিয়া বাজারে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া খায়ের আনুষ্ঠানে সভাপতিত্ব করেন- স্কুলের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফসার আলী সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিরিরবন্দর মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের পরিচালক মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :