শেরপুরে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া বাদল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে নিহত বাদলের নিজ গ্রাম ভীমগঞ্জ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদরের ভাতশালা,কানাশাখোলা হয়ে শহরের প্রবেশ করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাদল হত্যাকারীদের বিচারের দাবীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা তাঁতিদলের আহবায়ক লালন মোল্লা, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি বাদলকে পরিকল্পিতভাবে পথ আটকিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হলেও সকল আসামি এখনো গ্রেফতার হয়নি। তাই নৃশংস হত্যাকাণ্ডের পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে সাধারণ মানুষ এবং বিচার প্রার্থী পরিবারের সদস্যরা নিরাপত্তার হীনতায় ভুগছে। এমতাবস্থায় আমরা আশঙ্কা করছি যে, দোষীরা প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পতিত আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সর্বাত্মক চেষ্টা করছে।
পতিত আওয়ামীলীগের সন্ত্রাসীরা যদি সময়মত আইনের আওতায় আসতো এবং গ্রেফতার হতো তাহলে বিএনপি নেতা বাদল হত্যার স্বীকার হতো না। তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের যে সকল আওয়ামী সন্ত্রাসীরা মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানাই।
পরে ভুক্তভোগী পরিবার অনতিবিলম্বে সকল আসামীদের আইনের আওতায় আনার দাবীতে জেলা প্রসাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :