AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় রহস্যজনকভাবে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৪:২০ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
নওগাঁয় রহস্যজনকভাবে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় রহস্যজনক ভাবে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরু (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। কিছুদিন যাবত তাদের বাড়ির লোকজন বাহিরে যাতায়াত দেখতে পাচ্ছিল না। এছাড়া বাড়ীর মূল দরজায় বাহির থেকে তালা লাগানো ছিল। সকালে ঘরের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায়  প্রতিবেশীরা ঘরের জানালার থাই গ্লাস খুলে দেখতে পান রেজিয়া এর মরদেহ দরজার কাছেই উপুর অবস্থায় মেঝোতে পড়ে আছে। পরে বিষয়টি থানা পুলিশে অবগত করা হয়।

পরবর্তীতে পিবিআই এবং সিআইডির নেতৃত্বে পোরশা থানা পুলিশ স্থানীয় এলাকাবাসী ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। রেজিয়া খাতুনের মরদেহ মেঝেতে উপুর অবস্থায় এবং তার ভাই নুর মোহাম্মদের মরদেহ তার শয়ন কক্ষে পড়ে আছে। তাদের মৃত্য রহস্যজনক বলে মনে হচ্ছে।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদেন্তর রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, তারা নিজেদের বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। নুর মোহাম্মদ কিছুটা মানষিক ভারসাম্যহীন হলেও বোন রেজিয়া বেগম সুস্থ ছিলেন। গত কয়েকদিন থেকে এলাকাবাসী তাদের দেখতে পায়নি। দূর্গন্ধ ছড়ানোর পর প্রতিবেশীরা গিয়ে তাদের মরদেহ দেখে থানায় সংবাদ দেয়।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!