AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে স্বেচ্ছাসেবক দলের নেতার মরদেহ উদ্ধার


ভৈরবে স্বেচ্ছাসেবক দলের নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান মিয়ার (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের সেন বাড়ির মতি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পাদুকা ব্যবসায়ী ছিলেন।

আজ সোমবার বেলা সাড়ে ১২ টায়  উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেকান্দা সেন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকার সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মাঝে দীর্ঘদিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো। সোমবার সকাল সাড়ে আটটার দিকে নিহত মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য তাদের বসত বাড়ির পাশে একটি টয়লেট স্থাপন করাকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে। এসময় মিজান স্থানীয় চক বাজার থেকে বাড়িতে ফিরে দেখেন তার দুই ভাই এ বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। বড় ভাই মিজান ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে চেষ্টা করলে হঠাৎ এসময় তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

মিজানের স্ত্রী তাসলিমা বেগম বলেন, সকালে আমার দেবর রিপন আমাদের ঘরের পাশে চাকতির টয়লেট বসানো নিয়ে রোমানের সাথে ঝগড়া হয়। তখন আমার স্বামী বাড়িতে ছিলো না।যখন বাড়িতে আসলো তখন তাদের ঝগড়া থামাতে গিয়ে তাদের আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আমরা চিকিৎসার জন্য  হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। আমার দুই দেবরের ঝগড়ার কারণেই আমার সন্তানরা আজ এতিম হয়ে গেলো। আমি এর বিচার চাই।

নিহত মিজানের বাবা মতি মিয়া বলেন, আমার চার ছেলে সবাই যার যার মত করে ব্যবসা করে সংসার চালাই। ছোট ছেলে রিপন ও রোমান বাড়িতে একটি টয়লেট বসানো নিয়ে তাদের মধ্য ঝগড়া হয়। এসময় আমার বড় ছেলে তাদের ঝগড়া থামাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে আমরা তাকে বাজিতপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে মারা যায়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। সেই অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। 
 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!