AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত


ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে শেরপুরের সকল তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ধ্বনি সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। 
বক্তারা, সকল প্রকার ইসরায়েলী পণ্য বয়কটের আহবান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের ইসরায়েলী পণ্য বিক্রি না করার অনুরোধ করেন। অন্যথায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন বক্তরা। এছাড়া ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশর রাষ্ট্রনেতাদের কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান জানান

পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় তিনি বিশ্ব নেতৃবৃন্দসহ সকল মুসলিম বিশ্বের প্রতি হস্তক্ষেপ গ্রহণ ও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসভাবে নারী ও শিশু হত্যাকান্ড এবং গাঁজার ধ্বংসাক্তক ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্ব নেতৃবৃন্দদের এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রানু জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।

এসময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!