ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে পার্বতীপুরে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়।
এর আগে ছাত্র-জনতারা পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে তারা ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেয়। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন হুমায়ন আহম্মেদ, আশরাফুল আলম, শাহিন আক্তার, ইমরান মুন্না প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :