AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ছাত্র নিহত, আহত ২


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:৫৯ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ছাত্র নিহত, আহত ২

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী - লাখপুর সড়কের মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মোঃ সাকিব মিয়া (১৬) উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্ব পাড়ার মুসা মিয়ার ছেলে। সে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী ছিল।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতরা হলেন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্ব পাড়া গ্রামের রেনু লস্করের ছেলে মাসুম লস্কর (২০) ও মানিকদী দড়িপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই মোঃ বাদল মিয়া।

পুলিশ নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ৬ এপ্রিল রবিবার রাত আটটায় মাসুম লস্কর ও সাকিব মিয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। এরই মধ্যে বেপরোয়া মোটরসাইকেলটি মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে পথচারী সাব্বিরকে চাপা দিলে হুন্ডারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হুন্ডারে থাকা দু‍‍`জনই ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন দৌঁড়ে এসে  আহত তিনজনকে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে এসএসসি পরীক্ষার্থী সাকিবকে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করে। আহত অপর দুইজনের অবস্থা জটিল দেখে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!