পটুয়াখালীর গলাচিপায় ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন ও বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহত হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে ইমাম পরিষদের উদ্যোগে পৌর মঞ্চ সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ সম্মুখে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, গলাচিপা উপজেলা ইমাম পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১নং ওয়ার্ড ফেরীঘাট জামে মসজিদ সহ সর্বস্তরের জনসাধারণ।
বক্তারা বলেন, যুদ্ধবিরতি অমান্য করে গাজায় যুদ্ধবাজ মার্কিনের মতপুষ্ট ইসরাইলী বাহিনীর হামলা ও বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদ এবং গণত্যাকারী নেতানিয়াহুর বিচারের দাবি জানান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :