ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও হাজার হাজার নিরীহ নারী-শিশু হত্যার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে মর্মস্পর্শী বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশ। আজ সোমবার (৭ এপ্রিল) কালাই আন-নাজাত ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় কালাইয়ের জয়পুরহাট-বগুড়া মহাসড়কে শিক্ষার্থী,শিক্ষক, ইমাম,আলেম ও ধর্মপ্রাণ জনতা মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি কালাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ড চত্তরে গিয়ে এক মানববন্ধনে পরিণত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং গাজার নিরীহ মানুষদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কালাই আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা মো. সেলিম রেজা। তিনি বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন একপাক্ষিক গণহত্যা। শিশুরা আজ অনাহারে কাঁদে, নারীরা নিরাপত্তাহীনতায় দিন কাটায়, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আমরা এসব দেখতে পারি না। বিশ্বের মুসলিমদের এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।"
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ শাহজাহান আলী, শিরট্ট কলেজ বলেন,গাজায় যা হচ্ছে তা যুদ্ধ নয় বরং একটি পৈশাচিক গণহত্যা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করছি।"
কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো.আজিজার রহমান বলেন,"গাজার শিশুরা আজ পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষ। তাদের কান্না আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। এই পরিস্থিতি বিশ্ব বিবেকের জন্য চরম লজ্জার।"
কালাই ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি তাজউদ্দীন আহমেদ বলেন,ইসরায়েল রাষ্ট্র নয়, এটি একটি মানবতা বিরোধী শক্তি। মুসলিম উম্মাহর উচিত এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।"
কালাই বিএম কলেজের অধ্যক্ষ মো.তাইফুল ইসলাম বলেন, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বোমা বর্ষণ করা কোনো সভ্য জাতির কাজ নয়। এই নৃশংসতা বন্ধ হওয়া উচিত।"
থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান বলেন, আমরা যারা বেঁচে আছি, তাদের দায়বদ্ধতা আছে গাজার শিশুদের জন্য আওয়াজ তোলার।"
আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক, কালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন, "আমরা যদি নিরব থাকি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।"
ইমাম ইমামুল হক, কাজীপাড়া জামে মসজিদ বলেন, "আমাদের মসজিদ থেকে গাজার জন্য দোয়ার ধ্বনি উঠতে হবে যতদিন না এই জুলুম থামে।"
জুম্মাপাড়া জামে মসজিদের ইমাম মোজাম্মেল হক বলেন, এই মানববন্ধন প্রমাণ করে আমরা নিরব নই। মুসলিম উম্মাহ আজ জেগে উঠছে।"
বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের (কেন্দ্রীয় কমিটি) সভাপতি শামীম আহমেদ বলেন, গাজায় মুসলিমদের রক্ত ঝরছে, আমরা বসে থাকতে পারি না। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।"
বিক্ষোভ ও মানববন্ধন পরিচালনা করেন মোহাম্মদ আলী জিন্নাহ, মোয়াজ্জেম, কালাই আহলে হাদিস জামে মসজিদ।
মানববন্ধন শেষে বক্তারা গাজায় চলমান বর্বরতার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইসরায়েলের পণ্য বর্জনের ঘোষণা দেন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সকলে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :