গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেলায় চাঁদার দাবিতে দোকান ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীকে মারধর কারার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রুবেল মিয়ার বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী গ্রামে খংগুয়ার মেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার কয়েকজন ছেলে এসে মেলার দোকানদার কাছে টাকা চায়। টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে লুতফুনকে মারধর করে এবং তার দোকান ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে লুতফন মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
ব্যবসায়ী লুতফুন মিয়া বলেন, রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের প্রভাবশালী সাজেদুল ইসলামের ছেলে রুবেল মিয়া তাদের দলবল নিয়ে তার কাছ থেকে চাঁদা চায়। লতফুন টাকা দিতে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে মেলার দোকানে থাকা নগদ টাকা, মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :