AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও প্রভাষককে মারপিট করায় গ্রেফতার ২ জন


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৭:১৮ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও প্রভাষককে মারপিট করায় গ্রেফতার ২ জন

নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. মাজেদুর রহমান সেলিমের উপর বিএনপি কর্মী আ. ওহাব ওরফে আ. রউফের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

জানা যায়, গত রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দকোলা এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকোলা এলাকায় দৈনিক প্রান্তজন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. মাজেদুর রহমান সেলিমের উপর কলেজ কমিটি নিয়ে তর্কবিতর্কের জের ধরে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় তার হাত-পা ভেঙে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

দৈনিক প্রান্তজন পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক মো. মাজেদুর রহমান সেলিমের উপর হামলার ঘটনায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে নাটোর সদর থানা সোপর্দ করে।

আটককৃতরা হলেন: ১. আ. ওহাব ওরফে আ. রউফ (৫৮), পিতা: মৃত আ. গফুর, ২. মো. আক্কাস আলী (৬৫), পিতা: এছার উদ্দিন, উভয় সাং চন্দকোলা, থানা: নাটোর সদর, জেলা: নাটোর।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাটোর মাহমুদা শারমীন নেলী বলেন, "এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা হয়েছে। এজহারনামীয় আসামি দুইজনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।"

 

 

একুশে সংবাদ//এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!