ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটারের) শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে ক্যাম্পাসের `ইয়ার্ন শেড` প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বোরহান উদ্দিন বান্না, লেকচারার আবির খান, সিএসই বিভাগের লেকচারার মোহাম্মদ সাইদুজ্জামান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুয়াজ রহমানসহ শিক্ষকরা অংশ নেন।
শিক্ষার্থীরা মিছিলে "ফ্রি ফ্রি প্যালেস্টাইন", "ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি" সহ নানা স্লোগান দেয়।
এতে শিক্ষকরা বলেন, "এখন নীরব থাকা মানে অন্যায়ের সঙ্গী হওয়া।" তারা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদ চলমান রাখার আহ্বান জানান।
এদিন, দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন-এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে নিটারের বিভিন্ন বিভাগসমূহ পরীক্ষা ও ক্লাস-কার্যক্রম বর্জন করে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :