ভৈরবে ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন বিপ্লব (২৫) নামের এক যুবক নিহত হয়। নোয়াখালির মাইজদি এলাকার কালাতরফ গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে নিহত মাহাবুব।
আজ সোমবার দুপুরে ভৈরব রেলস্টেশনের অদূরে রামনগর রেলওয়ে সেতুর নিকট থেকে তার লাশটি পুলিশ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।
রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুবের লাশটি ঢাকা- চট্রগ্রাম রেলওয়ে লাইনের নিকটে পাওয়া গেছে। এসময় তার শরীর কাটা ছিল। স্থানীয়দের ধারনা সে যেকোন ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে মারা যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত ( সন্ধ্যা -৭ টা) তার লাশ ভৈরব রেলওয়ে থানায় রয়েছে।
ভৈরব রেলস্টেশনের মাস্টার মোঃ ইউছুফ জানান, দুপুরে আমি খবর পায় রামনগর সেতুর নিকটে রেললাইনে একটি লাশ পড়ে আছে। পরে রেলওয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেছি। কিভাবে, কখন সে কোন ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করল তা আমি জানিনা।
ভৈরব রেলওয়ে থানার উপ- পরিদর্শক খাজিম উদ্দিন জানান, আমরা দুপুর সাড়ে ১২ টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১ টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে তার সাথে থাকা মোবাইলের মাধ্যমে তার স্বজনদের খবর দিয়েছি। তিনি বলেন পুলিশের ধারনা নোয়াখালী - ঢাকাগামী আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনের যাত্রী হয়ে সকালে ঢাকা যাওয়ার পথে ভৈরব রেলস্টেশন অতিক্রম করার পর কোন কারনে সে ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে মারা যায়। ঘটনাটি তদন্ত করা হবে। স্বজনরা খবর পেয়ে ভৈরবে আসছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :