ফিলিস্তিনে ইসরাইল ও আমেরিকা কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী গাজাবাসীদের আহূত হরতালের সমর্থনে মুকসুদপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর মুকসুদপুরের বালিয়াকান্দি বাজারে বালিয়াকান্দি যুব সমাজ সংঘ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি মসজিদের ইমাম, মাওলানা সোহরাব হোসেন, মুফতি সাখাওয়াত, বালিয়াকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা সোলায়মান সাহেব, মসজিদের সাবেক সেক্রেটারি ইদ্রিস আলী মোল্লা, মসজিদের সভাপতি মো. ফারুক মোল্লা, সেক্রেটারি মো. ইসরাইল মোল্লা, ভাবড়াশুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. জুবায়ের মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরাফাত সেখসহ তাওহিদি জনতা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। তারা ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের অনুরোধ জানান।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :