ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলী বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশালবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে ঘোড়াশাল ঘোড়া চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের প্রতি এই বর্বরতা বন্ধের জন্য দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান। তাঁরা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কটের আহ্বানও জানান।
এসময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন চিশতিয়া, জয়নাল আবেদীন, মুহাম্মদ ইকরাম হোসেন, হাফেজ মুফতি মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা মোজ্জামেল হক, মাওলানা আব্দুর রহিম, মোস্তাক আহমেদ ও সাফিকুল ইসলাম খানসহ শত শত তৌহিদী জনতা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :