ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী নৃশংস হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা শাখার উদ্যোগে সোমবার (৬ এপ্রিল) বাদ আছর নামাজের পর রিমঝিম হল রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, এম এ বারী পৌর আমীর, মাও আবু হানিফ উপজেলা আমীর, অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, মোঃ হোসেন পৌর সেক্রেটারি, মাও মনিরুজ্জামান পৌর নায়েবে আমীর, মোঃ আবিদ হাসান পৌর সেক্রেটারি, মাও আঃ রহমান, ওলামা সভাপতি, মোঃ আনিসুর রহমান, পেশাজীবি সভাপতি এবং সাবেক জেলা অর্থ সম্পাদক, চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলী হামলা বন্ধের আহ্বান জানান। তারা ইসরায়েলী পণ্য বয়কটের জন্য সবার প্রতি আহ্বান জানান এবং সকলকে মানবাধিকার লঙ্ঘন ও গাজার গণহত্যার প্রতিবাদে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য উৎসাহিত করেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, "আমরা ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে সকলকে একযোগে প্রতিবাদ করতে আহ্বান জানাচ্ছি।"
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :