ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৈশ্বিক হরতালের সমর্থনে ফরিদপুরের সদরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে আছর নামাজের পর সদরপুর উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে স্থানীয় স্টেডিয়াম মাঠে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার প্রতিবাদী মানুষ। সেখান থেকে শুরু করে বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়াম মাঠে সমাবেশে মিলিত হন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর উপস্থাপনায় ও সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ দেলোয়ার হোসেন, যুবনেতা আবু বকর সিদ্দিকী, জুনায়েদ আল-হাবীব, সাইফুল ইসলাম সোহাগ, ছাত্র প্রতিনিধি সাইফুল আদনান প্রমুখ।
বিশ্ব নেতৃবৃন্দসহ সমগ্র মুসলিম জাতিকে গাজাবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে আরবী ভাষায় বক্তব্য রাখেন মিশর আল-আজহার ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ আজহারী।
মুসল্লীরা গাজায় ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ ‘আমি কে, তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :