AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ডাসারে বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৭:৫০ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ডাসারে বিক্ষোভ মিছিল

দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধার এবং মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মাদারীপুরের ডাসারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পুরাতন থানার মোড় এলাকা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে ইসরায়েল বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিক্ষোভকারীরা টানা ১৮ মাস চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে চলা যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জামায়েত নেতা মাওলানা হাবিবুর রহমান, হেফাজত নেতা মুফতি আবু আলেম, মাওলানা বেলাল হোসেন, মাওলানা আহম্মেদ হোসাইন, হাফেজ আবুল খায়ের, বিএনপি নেতা নুরজ্জামান তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। তারা আরও বলেন, “ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি সমগ্র মানবতার সমস্যা।”

 

একুশে সংবাদ//এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!