ফিলিস্তিনের গাজাবাসীদের উপর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং বিশ্বব্যাপী আহুত হরতালের সমর্থনে ভোলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে লোকজন জড়ো হয়ে শহরের সদর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোড, বাংলাস্কুল মোড় হয়ে নতুন বাজারস্থ ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। গাজাবাসীর সমর্থনে হাজারো ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করে।
মিছিলে গাজাবাসীর সমর্থনে এবং ইয়াহুদি ইসরায়েলের বিরুদ্ধে নানা ফেস্টুন, ব্যানার, প্লাকার্ডসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
ভোলা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক, মাওলানা ইউসুফ আদনান, ছাত্র সমন্বয়ক রাহিম ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভেদুরিয়া ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ প্রমূখ।
গাজাবাসীর উপর বর্বর গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, খুনি ইয়াহুদি ইসরায়েল গাজাবাসীর উপর হামলা চালিয়ে যে বর্বোরচিত গণহত্যা চালাচ্ছে এতে বিশ্ব মুসলিম উম্মান কেন নিশ্চুপ ? জাতিসংঘ, ওআইসি’র কাজ কি? মুসলিম নিধনের জন্যই কি তাহলে এগুলোর সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলো কি কিছুই দেখছে না, তাদের কি কিছুই করার নেই? বিশ্ব মুসলিম মোড়ল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নিশ্চুপ থাকায় তাদের ধিক্কার জানাই। বাংলাদেশের সকল মুসলমানদের প্রতি আহ্বান ইসরায়েলি সকল পণ্য আজ থেকে বয়কট করুন। গাজাবাসীর জন্য মহান আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ জানাই গাজাবাসীকে গায়েবী মদদের মাধ্যমে বিজয়ী এবং ইয়াহুদি ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দাও। পরে গাজাসহ বিশ্ব মুসলিম উম্মার মুক্তির কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :