ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহ নান্দাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে সোমবার(৭ এপ্রিল) বাদজোহর উপজেলা মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতী ইব্রাহীম কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা অলিউল্লাহ,র সঞ্চালনায় বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরে আলম,জাতীয় নাগরিক পার্টির নান্দাইল উপজেলা প্রতিনিধি আশেকিন আলম রাজন, ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন নান্দাইল শাখার সাধারন সম্পাদক মাওলানা ফজলুল করিম, উপজেলা মসজিদের খতীব হারুন কাসেমী, বারুইগ্রাম মাদ্রাসার মোহাদ্দেস মুফতী বজলুর রশীদ, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী বুরহান উদ্দীনসহ প্রমুখ।
এসময় বিক্ষোভ মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ও হাজারো তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :