ফিলিস্তিনের গাজায় অসহায় মুসলমানদের উপর ইসরাইল কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের মুসলমানদের আয়োজনে সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়ক লাভ চত্বরে এসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আল্লামা শাহ্ মোঃ আকরাম আলী সাহেবের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী সাবেক ছাত্র নেতা তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন। সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আছাদ মাতুব্বর, বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতী মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়েম মোল্যা, পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন, সালথা উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নেসারুদ্দীন, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা গাজায় নিরীহ মুসলমানদের উপর হামলা বন্ধের দাবি জানান এবং এই হামলার প্রতিবাদ জানান। বক্তারা বলেন, গাজার দিকে তাকিয়ে বিশ্বের সকল মুসলমানদের এক হতে হবে, না হলে প্রতিটি মুসলিম দেশের পরিস্থিতি হবে গাজার মত। ইসরাইলের সকল পন্য বয়কট করতে হবে। ব্যবসায়ীদের ইসরাইলের পন্য দোকানে না রাখার আহবান জানান। বর্তমান সরকারের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে অতি দ্রুত মুসলিম দেশগুলোর সাথে পরামর্শ করা এবং গাজায় ত্রাণ সামগ্রী পাঠানোর আবেদন জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। বিশেষ করে গাজার নিরীহ মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা শাহ মোঃ আকরাম আলী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :