চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাজাপুর গ্রামে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে প্রেমিক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত প্রেমিক ৯ নং কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মিজানের ছেলে তুষার।
ঘটনাসূত্রে জানা যায়,উপজেলার ১১ নং গোহট (দঃ) ইউনিয়নের রাজাপুর গ্রামের ফিমা আক্তার নামে একজন তরুণীর সাথে দীর্ঘ দিন তুষারের প্রেম জনিত সম্পর্ক ছিল। গতকাল (৬ এপ্রিল) রবিবার রাতে ওই তরুণী প্রেমিক তুষারকে বাড়িতে ডেকে নিয়ে লোকজন দিয়ে বেধড়ক মারধর করে। অজ্ঞান অবস্থায় তুষারকে তার মা`র কাছে তুলে দেন প্রেমিকা ফিমা আক্তারের পরিবার। পরে তুষারের মা তাকে ওই অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।আমি ঘটনাস্থলে এসে দু`জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন কে আটক করতে সক্ষম হয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :