ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। গাজা উপত্যকা আজ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, যেখানে দখলদার ইসরায়েল তার অবৈধ আগ্রাসন চালিয়ে পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে। এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের নীরবতা, অত্যন্ত পরিতাপের বিষয়।
এ প্রসঙ্গে কৃষিবিদ শামীমুর রহমান শামীম আজ এক বিবৃতিতে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী অনুষ্ঠিত `The World Stops for Gaza` কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।
কৃষিবিদ শামীম বলেন, “এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। এটি এক মানবতার বিপর্যয়।" তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিশ্বমানবতার সকলকে ইসরায়েলের অমানবিক, নিষ্ঠুর এবং নৃশংস গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে একত্রিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, তিনি ইসরায়েলি পণ্য বয়কট করার প্রতি গুরুত্বারোপ করেন।
শামীম আরও বলেন, "বিশ্বনেতৃবৃন্দ এবং জাতিসংঘকে আমি আহ্বান জানাই, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালন করুন।"
এই বিবৃতির মাধ্যমে কৃষিবিদ শামীম দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশ্বজনীন প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :