ফরিদপুর শহরের বেইলি ব্রিজের গোড়ায় অবস্থিত রূপসা সুপার মার্কেটের সংলগ্ন রেমন্ড শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের মূল্যবান কাপড়, ডেকোরেশন সামগ্রী, এবং বিভিন্ন ধরনের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ৭:১৫ মিনিটে কোতোয়ালি থানাধীন ফরিদপুর শহরের নিউ মার্কেটের ১নং গেট সংলগ্ন রূপসা মার্কেটের ২য় তলায় অবস্থিত কাপড়ের দোকানে আগুন লাগে। একটি পথচারী ২য় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তদন্তাধীন এবং পরবর্তীতে তা জানানো হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :