ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন কান্দিপাড়া বাজার এলাকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১.০০ টার সময় এলাকার বিভিন্ন মসজিদের মুসুল্লিদের নিয়ে এবং স্থানীয় জনতা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি কান্দিপাড়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়কে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, "ইসরায়েলের গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর আরও দৃঢ় করতে হবে।"
বক্তারা ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে দেশবাসীকে সচেতন হওয়ার অনুরোধ করেন। সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে থেকে পুরো আয়োজন পর্যবেক্ষণ করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :