AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় গণহত্যা, পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৩:১৪ পিএম, ৮ এপ্রিল, ২০২৫
গাজায় গণহত্যা, পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সারাদেশের মত পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কলেজ ক্যাম্পাসে শতাধিকের উপরে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একই সাথে ইসরাইলি বাহিনীর নির্মম বর্বরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।

পরে একটি প্রতিবাদ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে পঞ্চগড় জেলা ছাত্রদল।

এ সময় পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ফুয়াদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!