AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে দু‍‍`পক্ষের সংর্ঘষে ভাংচুর-অগ্নিসংযোগ, আহত-২৫


সরাইলে দু‍‍`পক্ষের সংর্ঘষে ভাংচুর-অগ্নিসংযোগ, আহত-২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে জেরে দু‍‍`পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল)  সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় চলে এ সংর্ঘষ। এসময় ১৫টি ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংর্ঘষের সূএপাত  হয়। পরে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে গ্রামের অন্য গোষ্ঠীর লোকজনও সংর্ঘষের জড়িয়ে পড়ে।


এসময়  সংঘর্ষের কারণে এলাকায় ধানি জমির ব্যাপক ক্ষতি হয়। এসময় বসত ঘরে ভাংচুর, লুটপাটসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান বলেন, একটি সিএনজি চুরির ঘটনায় পূর্ব বিরোধের জেরে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!