AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে


রায়গঞ্জে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (৭ এপ্রিল) রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কাজীমুদ্দিন কাজীর বিরুদ্ধে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, কাজীমুদ্দিন কাজী দীর্ঘদিন ধরে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ ৫ আগস্টে শেখ হাসিনার সরকারের দেশ ত্যাগের পর তিনি  বিভিন্ন বিষয় নিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে আরো জানানযায় প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী নিপেন মাহাতো ও আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার (ইমন) এই দুই জনের আওয়ামী লীগের নির্বাচন করে। ৫ আগষ্ট এর পরে বিএনপি করার দাপটে বিভিন্ন পুকুর ও মাটির পয়েন্ট এবং গাছ বিক্রিকরাসহ সাধারণ মানুষকে ভয় ভিতি দেখিয়ে দেখিয়ে এ যাবত বিপুল অর্থ হাতিয়ে নেয়।

এ ঘটনায় ধামাইনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামনের দিনের রাজনীতি ও ভোটের অধিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ দায়ের করেন ওই ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও  সাংগঠনিক সম্পাদক। ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান অভিযোগকারীরা।

এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত ধামাইনগর ইউনিয়ন বিএনপি‍‍`র সাবেক সহ সভাপতি কাজী মুদ্দিন কাজীর নিকট জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে জানান, ব্যক্তিগত আক্রোশে তার বিরুদ্ধে এ অভিযোগ দিয়েছে। এ ধরনের কোন অনিয়মের সাথে তিনি জরিত নন বলে জানান।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে উর্ধতন নেতাকর্মীদের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!