নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম সরকার নামে আরও একজন আহত হন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অজ্ঞাতবাহি ঢাকা-গামী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন নিহত হন। তিনি ‘স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিস’-এর একজন ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আহত সিয়াম সরকারকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ‘স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিস’-এর কোয়ার্টারে বসবাস করতেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :